চার্জারভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৯:০৫ পিএম
চার্জারভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

দিনাজপুরে চার্জারভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথ চন্দ্র রায় (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই স্বাধীন চন্দ্র রায়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগন্নাথ এবং স্বাধীন পার্শ্ববর্তী চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া এলাকার বাসিন্দা নকূল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জগন্নাথ এবং স্বাধীন মোটরসাইকেলে নিয়ে বাসা থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় পৌঁছালে একটি খড় বোঝাই চার্জারভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তাদের মোটসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান জগন্নাথ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।“

Link copied!