• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০, ১৫ শা'বান ১৪৪৬

কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৫২ পিএম
কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা

কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়ায় থানায় এ মামলাটি করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

কাফি তার মামলায় উল্লেখ করেছেন, জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে বের হতে সক্ষম হন। আগুনে নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া বাড়ির সামনে বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী কাফি বলেন, “সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

কাফি আরও বলেন, “আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল-যারা ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি।”

তিনি বলেন, “সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক এবং সরকার বাড়ি নির্মাণ না করলে ঢাকা ও কলাপাড়ায় রাজপথে আমি বিপ্লবী সরকারের ডাক দেব।”

এর আগে ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি বলেন, “আমি এ দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব, আমিই বিপ্লবী সরকার হব।”

Link copied!