• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০২:৫৬ পিএম
গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিল্পী বেগম নামের এক নারী বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত নিয়ামুল হোসেন মিলন উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক। তিনি উপজেলা মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বাথানডাঙ্গা এলাকা থেকে একটি নাম্বার প্লেট বিহীন প্রাইভেটকার উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে ওই প্রাইভেটকারটির মালিক খুঁজে না পাওয়ায় কাশিয়ানী থানা পুলিশ আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে জব্দ দেখিয়ে আদালতে প্রেরণ করে। এঘটনায় কারও বিরুদ্ধে কোন মামলা হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশ সুপার ও কাশিয়ানী থানা পুলিশের নাম ভাঙিয়ে মামলার বাদী ওই নারী শিল্পী বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা নিয়ামুল হোসেন। এরই মধ্যে চাঁদা দাবির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে বৃহস্পতিবার ওই ভুক্তভোগী শিল্পী বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শফিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় বিএনপির এক নেতাকে আসামি করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

এবিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম বলেন, “মামলা যেহেতু হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!