সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্র সাজ্জাদ হোসেন (১৯) হত্যার ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে নিহতের বাবা আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলা করেন।
নিহত সাজ্জাদ হোসেন সাভারের আউকপাড়া এলাকার আলমগীরের ছেলে। সাজ্জাদ সোঁনারগাওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গণি, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ২নং ওয়ার্ড কমিশনার নজরুল ইসলাম মানিক মোল্লা, ৩নং ওয়ার্ড কমিশনার শানজিদা আক্তার মুক্তা, ৫নং ওয়ার্ড কমিশনার মশিউর রহমান খান সম্রাট, ১নং ওয়ার্ড কমিশনার রমজান আহমেদ, ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান জি এস মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, এরশাদুর রহমান এরশাদ, আব্দুল হালিম , সুজন মিয়া, আতাবুর ওরফে শিপন, মিনহাজ উদ্দিন মিনা, ইলিয়াস মিয়া, মহসিন বাবু, রিপনসহ ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নিহত সাজ্জাদের ছোট বোন নিশাদ তাসনিম বলেন, “৫ আগস্ট সকাল ৭টার দিকে আমার ভাই সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যায়। সেখান গেলে আমাদের পরিবার থেকে বেশ কয়েকবার ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ফোন ধরেনি। এরপরে বিকেল ৪টার দিকে আমার বাবার মোবাইলে একজন ফোন করে জানায় ভাইয়ের গুলি লাগছে এনাম মেডিকেলে আছে। পরে আমাদের পরিবার সবাই হাসপাতালে যায়। পরে ৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।”
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, “আলমগীর নামে এক ব্যক্তি একটি হত্যা মামলা করেছেন। এতে ৩২১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।