• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩০,

পিকআপের চাকায় মিলল ৭ লাখ টাকার গাঁজা, আটক ২


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৪৩ পিএম
পিকআপের চাকায় মিলল ৭ লাখ টাকার গাঁজা, আটক ২

মাদারীপুরের সদর উপজেলায় প্রায় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-৮। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাগদী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিদের আটক করা হয়।

আটকরা হলেন- পিকআপচালক আবু জাফর (২২) ও তার সহযোগী ছাইম জমাদ্দার (১৮)। তারা পটুয়াখালী জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর থানাধীন খাগদী বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাস স্ট্যান্ডের মেসার্স মাদারীপুর ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করা হয়। এরপর পিকআপে তল্লাশি চালিয়ে চাকার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাত লাখ ৩৫ত্রিশ হাজার টাকা। এসময় পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করতে আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

Link copied!