• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৫:০৭ পিএম
প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা
মাইক নিয়ে প্রচারণায় প্রার্থী ও সমর্থকরা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরই প্রার্থীরা সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফেনীর তিনটি আসনে মোট ২১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে ফেনী শহরসহ পাড়া-মহল্লা।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারীসহ তিনটি আসনে ২১ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী-১ ও ২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাট-বাজারে পোস্টার লাগানো শুরু হয়েছে। মাইকিং কর চলছে প্রচারণা। বাজানো হচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি ও উন্নয়নমূলক গান। অনেক জায়গায় চলছে আলোচনা ও মিছিল।

রিটার্নিং কর্মকর্তা জানান, ফেনী-১ আসনে আওয়ামী লীগের আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (নৌকা), জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পাটোয়ারী (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. শাহজাহান সাজু (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাজী মো. নুরুল আলম (মোমবাতি) মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম চৌধুরী (ঈগল) প্রতীক পেয়েছেন।

ফেনী-২ আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী (নৌকা), জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমূল বিএনপির আ ই ম আমজাদ হোসেন সবুজ (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি) খেলাফত আন্দোলনের আবুল হোসেন (বটগাছ), বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন (ডাব), স্বতন্ত্র প্রার্থী এ এস এম আনোয়ারুল করিম ফারুক (ঈগল)।

ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্রের রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসের (চেয়ার), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি)।

প্রতীক বরাদ্দ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন প্রতিটি ঘরে ঘরে বিস্তৃত। তাই যেকোন নির্বাচনে জয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তাই আমরা জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।”

ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, “নির্বাচনে আচরণবিধি মেনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফেনীর জনগণ আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে আমি আশা করি।”

ফেনী-২ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার নজরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। তিনি প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্গন না করার আহ্বান জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!