পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে গেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে তারা সেখানে তথ্য সংগ্রহ করছেন।
বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন এই রিসোর্ট ও পার্ক।
অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমিই সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে তিনি কিনেছেন। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীরের দখলে।
অভিযোগ তদন্তে গত বছরের ৫ জুন, দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধিদল সাভানা রিসোর্ট পরিদর্শন করে। এর আগে, ৩ জুন পার্কটি বন্ধ করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।