দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় টুটুল দত্ত (২০) নামের এক পান-সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল একই উপজেলার ভারাইপাড়া দক্ষিণ নগর এলাকার কেশব দত্তের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে টুটুল দত্ত তার মোটরসাইকেল নিয়ে সৈয়দপুরে যাচ্ছিলেন পান-সুপারি কিনতে। পথে দেবীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় টুটুলের।
পুলিশ আরও জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।