• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

শেরপুরে সড়কে ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:৩৫ পিএম
শেরপুরে সড়কে ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

শেরপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনায় বাসের চালক মো. সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দা। শেরপুর সদর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৯ ডিসেম্বর) শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হন। শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত অটোরিকশাচালক লোকমান হোসেনের ছেলে জিহাদ মিয়া বাদী হয়ে রোববার সড়ক পরিবহন আইনে সদর থানায় মামলা করেন।

মামলা  সূত্রে জানা যায়, রোববার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর-ঢাকা মহাসড়কের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেন। এতে ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান।

এদিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে জেলা পুলিশের উদ্যোগে বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালক ও চালকের সহকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে সড়কের নকশায় কোনো ত্রুটি আছে কি না, সে বিষয়টি অনুসন্ধানের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Link copied!