ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লেগে সুপারভাইজার ফরহাদসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইন্দ্রারচর এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুপারভাইজার ফরহাদের (২৮) পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। তিনি নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার হারুন মিয়ার ছেলে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তিশা প্লাস পরিবহনের বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহতরা সবাই পুরুষ। একজনের পরিচয় জানতে পেরেছি। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।