• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঘন কুয়াশায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ১৫


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:২১ পিএম
ঘন কুয়াশায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ১৫
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামের একটি বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ চালকসহ ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পর উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচণ্ড কুয়াশা চারপাশ ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। যার কারণে দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।”

Link copied!