• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০২:৫৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাজী সরোয়ার হোসেন। ছবি : প্রতিনিধি

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা গাজী সরোয়ার হোসেন (৭২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গাজী সরোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত গাজী আলী করিমের ছোট ভাই।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার বাদ জোহর মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। 

Link copied!