কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ (৩৫)নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ছড়া গ্রামের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সনু কুমার জেটপ ভারতের বিষখাওয়া বিএসএফ ৩১ ব্যাটালিয়নের সদস্য।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীমান্তবর্তী মধ্যভরতের ছড়া গ্রামের বিএসসি মোড়ের কাছে বাংলাদেশ সীমান্তে সাধারণ পোশাকে এক ভারতীয় নাগরিক দৌড়ে প্রবেশ করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেকে বিএসএফ সদস্য পরিচয় দেন। স্থানীয়দের ধারণা, ওই বিএসএফ সদস্য ভারতীয় অংশে কারও ধাওয়া খেয়ে নিজেকে বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছেন। পরে এলাকাবাসী তাকে সোনাহাট বিজিবির কাছে সোপর্দ করে। বিজিবি আটক বিএসএফ সদস্যকে হেফাজতে নিয়ে তার পরিচয় নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।
বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠাতে তার ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে। রাতেই পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৈঠক হলে রাতেই তাকে হস্তান্তর করা হবে।”