• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

বিজিবির বাধায় বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৬:৩১ পিএম
বিজিবির বাধায় বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ
বিএসএফ। ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি ক্যাম্পের অধীনস্থ ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও ওই এলাকাবাসী সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমান্ত এলাকার দেড়শ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিধাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্ত এলাকার ২৮১ নম্বর মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব পিলারের নিকট আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দ্বারা জাল টানানোসহ অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা প্রদান করে। এতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।

জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হাটখোলা ক্যাম্পের নায়েক সুবেদার সাজাহান সরদার বলেন, “সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণকালে আমরা তাতে বাধা দিই। এ কারণে তারা চলে যেতে বাধ্য হয়।”

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সকালে ঘন কুয়াশার ভেতরে ভারতীয় বিএসএফ সীমান্তের ২০-২৫ গজ ভেতর বেড়া নির্মাণকালে বিজিবি বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়।”

Link copied!