• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

অবশেষে রাতের আঁধারে কুড়িগ্রাম থেকে সেই সিসি ক্যামেরা সরাল বিএসএফ


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০২:৪৪ পিএম
অবশেষে রাতের আঁধারে কুড়িগ্রাম থেকে সেই সিসি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তে দু’দেশের সীমান্ত রেখায় অবস্থিত মসজিদের সামনের গাছে বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেয় তারা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ সিসি ক্যামেরাটি স্থাপন করে। এর প্রতিবাদ জানিয়ে পর দিন সোমবার (১০ ফেব্রুয়ারি) সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদপত্র দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর দু’দেশের সীমান্তরক্ষীদের মাঝে কয়েক দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি সরিয়ে নিতে সম্মত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

সিসি ক্যামেরা সরানোর আগে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, “আমাদের এই মসজিদটিতে ভারত-বাংলাদেশ উভয় দেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষরা স্থাপন করেছেন। দেশ ভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসঙ্গে একই মসজিদে নামাজ আদায় করি।”

আলমগীর হোসেন আরও বলেন, “মসজিদটি পুরাতন হওয়ায় নুতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএসফ বাধা দেয়। তাদের বাধায় দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তা করেনি বিএসএফ।”

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান জানিয়েছিলেন, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।

Link copied!