• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেলমেট পরে বিআরটিসির বাস ভাঙচুর


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৮:৪৮ পিএম
হেলমেট পরে বিআরটিসির বাস ভাঙচুর
দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে হেলমেট পরে বিআরটিসির একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। গঙ্গাশ্রম নামক স্থানে পৌঁছলে ৭/৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে ভাঙচুর করতে শুরু করে। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে চিৎকার শুরু করলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসের সুপারভাইজার মো. জুয়েল মিয়া বলেন, বাসে ৮০ থেকে ৯০ জন ছাত্রী ছিল। তাদের মধ্যে দুই থেকে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন বলেন, “ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের কাছ থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা গেছে, হামলাকারী সবাই হেলমেট পরা ছিলেন। যে কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে, আমরা চেষ্টা করছি, হামলাকারীদের শনাক্ত করতে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!