নাটোরের লালপুরে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক গৃহবধূ। সোমবার (১৫ জুলাই) দুপুরে লালপুর থানায় মামলাটি করা হয়।
অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
মামলা সূত্র জানা গেছে, দুই মাস আগে মিজানুর রহমানের ছেলে লিমনের (১৭) সঙ্গে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর পুত্রবধূকে দুইবার ধর্ষণ করেন শ্বশুর মিজানুর। রোববার রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিজানুর পুত্রবধূকে আবারও ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে গৃহবধূকে ‘হত্যার’ হুমকি দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ সোমবার লালপুর থানায় শ্বশুর মিজানুরকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।।