• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

‘৫ আগস্টের পর সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি বেড়েছে’


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৪:১০ পিএম
‘৫ আগস্টের পর সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি বেড়েছে’

৫ আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জের সকল অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেছেন এক ব্যবসায়ী।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক মতবিনিময় সভায় জেলায় ব্যবসায়ীদের প্রধান সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এমন মন্তব্য করেন।

আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। একই সঙ্গে তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় আব্দুল ওয়াহেদ বলেন, “৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুষ-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি আগের তুলনায় ঘুষ দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।”

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, “এত রক্তক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুষ-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!