একসঙ্গে জন্ম নিয়ে পৃথিবীর মুখ দেখেছিলেন লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী (৬৫) নামের দুই বোন। আবার একই সঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেলেন তারা।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর সরকার পাড়ায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সরস্বতীপুর সরকার পাড়ার মৃত শংকর সরকারের যমজ মেয়ে লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী বিয়ের পর তাদের স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে লক্ষ্মী রানী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। শনিবার ভোর ৫টার দিকে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়। এসময় সরস্বতী রাণী ‘এক সঙ্গে দুনিয়ায় এসেছিলাম, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি’ বলে বিলাপ করতে করতে মাটিতে ঢলে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎককে ডেকে আনলে তিনি সরস্বতী রাণীকেও মৃত ঘোষণা করেন।
প্রতিবেীশ জনি সরকার বলেন, তাদের কোনো ভাই না থাকায় লক্ষ্মী রাণীরা চার বোন বিয়ের পর স্বামী-সন্তানসহ বাবার বাড়িতেই বসবাস করতেন। একসঙ্গে তাদের জমজ দুই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তবে একসঙ্গে দুই বোনের মৃত্যু খুবই দুঃখ্যজনক।