• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুনামগঞ্জে চালু হলো বর্ডারহাট


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:০৪ পিএম
সুনামগঞ্জে চালু হলো বর্ডারহাট

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহিদাবাদ বর্ডারহাট উদ্বোধন করেছেন দুই দেশের দায়িত্বশীলরা।

বুধবার(২৪ মে) দুপুরে সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকার মধ্যবর্তী স্থানে নির্মিত বর্ডারহাটটির উদ্বোধন করা হয়।  

প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। এছাড়া হাটে উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে।

এ উপলক্ষে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম, ভারতের সহকারী হাই কমিশনার (দুতাবাস সিলেট) নিরাজ কুমার জাসুয়ালসহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, “এই হাট চালু হওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধের পাশাপাশি এলাকার ব্যবসায়ীরা এর সুফল পাবেন। দেশের ১৩টি বর্ডার হাট চালু আছে। আশা করছি অন্যান্য হাটের মতই এই হাটের কার্যক্রম চলবে।”

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, “এই হাটটি দেশের অন্যান্য হাটের সঙ্গে আরও আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

ভারতে নিযুক্ত সহকারী হাই কমিশনার (দুতাবাস সিলেট) নিরাজ কুমার জাসুয়াল বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। বর্ডারহাট চালু হওয়ায় দু-দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং বাণিজ্যি আরও প্রসারিত হবে।”

Link copied!