• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে ভেসে উঠল তিন ভাই-বোনের মরদেহ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৮:১৪ পিএম
পুকুরে ভেসে উঠল তিন ভাই-বোনের মরদেহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮)।

স্থানীয়দের বরাতে রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, দুপুরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে। তাকে উদ্ধার করতে নামলে একে একে ভেসে উঠে আরও দুই শিশুর লাশ।

স্থানীয়দের ধারণা, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান এই জনপ্রতিনিধি।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।”

Link copied!