চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চারদিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদার (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
আতিক মজুমদা কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার জানায়, আতিক মজুমদার কচুয়ায় গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, “আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি। ৯ ডিসেম্বর প্রজেক্টে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছিল।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম বলেন, “মৎস্য খামারের মেশিনের সঙ্গে আতিক মজুমদারের পা আটকে ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”
আতিকের মৃত্যুর বিষয়টি হত্যা নাকি স্বাভাবিক বিষয় তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে উল্লেখ করে ওসি বলেন, “পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বাদী হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।”