বরগুনার পাথরঘাটায় সিন্থিয়া (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর সিন্থিয়ার স্বামী মো. হাসিব ও শ্বশুর মো. জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে পৌরসভার হাসপাতাল সড়কের ৩ নম্বর ওয়ার্ডের ডাকুয়া বাড়ি এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সিন্থিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিকভাবে প্রায় চার বছর আগে সিন্থিয়া ও হাসিবের বিয়ে হয়। তাদের ২ বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগে ছিল। প্রায়ই স্বামী হাসিব স্ত্রী সিন্থিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন সকালেও হাসিব তাকে মারধর করেন বলে জানা যায়।
সিন্থিয়ার চাচাতো বোন ইনা ও রিনা বলেন, “হাসিবের আগেও একটি বিয়ে ছিল, কিন্তু সেই তথ্য গোপন রেখেই সে সিন্থিয়াকে বিয়ে করে। বিয়ের পর থেকেই সিন্থিয়া নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। প্রায় এক মাস আগে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের মাধ্যমে পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি। সিন্থিয়া আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।”
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।”