• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:০৭ এএম
বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ি থেকে এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওহাব মাতুব্বরের (৭০) বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল। তিনি জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

আসিফ ইকবাল আরও জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্বিতীয় তলা বাড়িটির ছাদে ওঠার দরজার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির একটি দলও ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। কী কারণে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!