• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৪ শা'বান ১৪৪৬

আ.লীগ নেতার বাড়ি থেকে হিন্দু যুবকের মরদেহ উদ্ধার


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:২৫ পিএম
আ.লীগ নেতার বাড়ি থেকে হিন্দু যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ মিয়ার বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের খরমপট্রি এলাকার পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত ওই যুবকের নাম পাভেল রায় (৪৪)। তিনি জেলা শহরের খরমপট্রি এলাকার মৃত নরেশ রায়ের ছেলে। তিনি ওই ভবনে ভাড়া থাকতেন।

নিহতের চাচাতো ভাই চয়ন রায় জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পাভেল। বুধবার সকালে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে পাভেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!