• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

রাতে বৃষ্টির মধ্যে বের হয়ে নিখোঁজ তরুণী, সকালে বাঁশঝাড়ে মিলল মরদেহ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৮:৪৬ পিএম
রাতে বৃষ্টির মধ্যে বের হয়ে নিখোঁজ তরুণী, সকালে বাঁশঝাড়ে মিলল মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজিলা আক্তার (১৮) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকার নিজ বাড়ির পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত তানজিলা হাইজাদী ইউনিয়নের সরফত আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম তানজিলা আক্তার (বাক প্রতিবন্ধী) সুতার মেইলে কাজ করে পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করতেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তানজিলা ঘরের বাইরে যান। এরপর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় পর আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পাননি তাকে। সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের হাঁটুতে, পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Link copied!