• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

গাছের ওপর ঝুলছিল দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৮:৪৯ এএম
গাছের ওপর ঝুলছিল দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
মোহাম্মদ আজিজ

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থী নাম মোহাম্মদ আজিজ (১৪)। সে কোনারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী৷

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাগানে গাছের ওপর এক কিশোরের লাশ ঝুলতে দেখে সবাই। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এর আগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য তার মা স্মার্টফোন নিয়ে গেলে রাগ করে আত্মহত্যা করে বলেন জানা যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, ‘এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। শুনেছি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

Link copied!