ফরিদপুরের নগরকান্দায় সেতুর নিচ থেকে পলিথিন ব্যাগে ভাসমান অবস্থায় আনুমানিক এক বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলবাড়িয়া গ্রামে একটি সেতুর নিচে পলিথিন ব্যাগে ভাসছিল নবজাতকের মরদেহ। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, শিশুটির বয়স আনুমানিক এক মাস। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।