ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় দুটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধার হওয়া কঙ্কাল দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী মোছা. হাবিবা বেগম (৬০) এবং একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫)।
স্থানীয়রা আরও জানান, প্রায় ৩/৪ মাস আগে হাবিবা ও ইদ্রিস মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা মরদেহ দুটি চুরি করে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেগুলো গোয়ালপাড়া কবরস্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে রেখে পালিয়ে যায়। সকালে একটি বস্তা কয়েকটি কুকুর মিলে টানাটানি করতে থাকে। পরে স্থানীয়রা সেখানে গিয়ে বস্তার ভেতর দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায় সেখানে কবর থেকে আরও দুটি মরদেহ চুরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল দুটি উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।