ফেনীর সোনাগাজীতে কলাগাছের ভেলায় ভাসমান অবস্থায় কাফনের কাপড় পরানো অজ্ঞাত এক ব্যক্তির (৬০-৬৫ বছর) মরদেহ পেয়ে দাফন করেছেন স্থানীয়রা।
বুধবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি রাস্তার মাথায় মরদেহের দাফন সম্পন্ন করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে ইউনিয়নের বাদামতলী এলাকার মুহুরী নদীর পাশে ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে উদ্ধার করে চরলামছি রাস্তার মাথায় বেড়িবাঁধের পূর্বপাশে মরদেহটি দাফন করা হয়েছে।
মোকাররম হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “মৃত্যুর পর বন্যার কারণে দাফনের জায়গা না পাওয়ায় মরদেহটি ভাসিয়ে দিয়েছেন এমনটি ধারণা করছি। মরদেহটি নদীর উত্তর দিক থেকে এসেছে। অর্ধগলিত হওয়ায় বেশিক্ষণ দেরি না করে স্থানীয়ভাবে জানাজা শেষে দাফন করা হয়েছে।”
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বন্যায় উপজেলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য রয়েছে। তবে এ মরদেহের ব্যাপারে পুলিশ অবগত নয়।