দীর্ঘ এক যুগ পরে যশোরের বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীক স্বতন্ত্রপ্রার্থী মফিজুর রহমান সজনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দীন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ১২টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩৪১ জন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলে জানান উপজেলার নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ।
বিস্তারিত আসছে........