• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকার প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৫:১৭ পিএম
নৌকার প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা
হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ছবি : প্রতিনিধি

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদর উপজেলার বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে উত্তেজনা দেখা দেয়। সোমবার সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক জেলা যুবলীগের সদস্য ইব্রাহিম খলিল রাজার বাড়িসহ তিন গ্রামের অন্তত ৫০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় বাড়িতে থাকা অন্যরা বাধা দিলে তাদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, তিন গ্রামের কয়েকটি বাড়িঘর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!