• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

পদ্মায় নৌকাডুবি, দুই নারীর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৯:৪২ পিএম
পদ্মায় নৌকাডুবি, দুই নারীর মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) ও সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, “সকালে সোনাইকান্দী গ্রামের ১৫-২০ জন নারী-পুরুষ পদ্মার চরে খড় কাটতে যান। বিকালে ফেরার পথে নৌকার তলা ফেটে সেটি ডুবে যায়। এসময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরের ভাটিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।”

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, “স্থানীয় লোকজন পদ্মা নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!