• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:২৮ পিএম
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওবায়দুল হক তারেক (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।

জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অপর দিকে আটক ওবায়দুল হক তারেক সদর বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আব্দুল হকের ছেলে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ঘটনাটি সম্পূর্ণ ক্লু লেস ছিল। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ৩০ মিনিটের মধ্যে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করি। তারেক আমাদের কাছে স্বীকার করতে চাননি। অনেক জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন। মূলত সে চুরি করতে ঘরে ঢুকেছে। এ সময় বৃদ্ধা তাছলিমা বেগম রোজি তারেককে দেখে ফেলে। যদি তারেকের পরিচয় জানাজানি হয়ে যায় তাই তারেক হাতে থাকা ধারোল অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেন।”

মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, “নিহতের ভাই আহসান উল্লাহ জসিম একজনকে আসামি করে মামলা করেছেন। আমরা সে মামলায় তারেককে আদালতে সোপর্দ করেছি। তারেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আমাদের জানিয়েছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!