• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক বিএনপি নেতার ভাই


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৩৭ এএম
কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক বিএনপি নেতার ভাই
ছবি: প্রতীকী

ভোলার চরফ্যাসন উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এক বিএনপি নেতার ভাই।

 জানা গেছে বাজারে ঈদের কেনাকাটা করতে গিয়ে কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে হয়। শনিবার  (২২ মার্চ) এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে বিএনপি নেতার ভাইকে আটক করা হয়।

এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মামলা করেন ওই কিশোরী। সেই মামলার প্রধান আসামি রফিকুলকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন,  মো. সুমন ও মো. স্বাধীন। গ্রেপ্তার রফিকুল শশীভূষণ থানা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ভাই এবং এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি মোতালেফ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে যায় ওই কিশোরী। কেনাকাটার এক পর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে ব্যবসায়ী সুমনের দোকানে যায়। এ সময় সুমন ওই কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে নিয়ে ফোন চার্জ দিতে বলেন। মেয়েটি সেখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিল। 

কিছুক্ষণ পর সেখানে গিয়ে রফিকুল তার সঙ্গী স্বাধীনকে পাহারায় রেখে কিশোরীকে ধর্ষণ করে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে রফিকুলকে আটক করে। এ সময় সুমন ও স্বাধীন পলিয়ে যায়।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!