পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাষিদের তরমুজ লুটের অভিযোগ উঠেছে। এতে তরমুজচাষিরা বিপাকে পড়েছেন। এ ছাড়া এক চাষির তরমুজভর্তি ট্রলার ছিনতাই করে তরমুজ লুটপাটের ঘটনাও ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ করেছেন মোসলেম উদ্দিন মোচন নামের এক তরমুজচাষি। অন্যদিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক চাষির তরমুজভর্তি ট্রলার লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে তার ছেলে মো. সাইফুল খান ও তার সহযোগীরা ট্রলারটি ছিনতাই করেন।
অভিযোগে মোসলেম উদ্দিন মোচন উল্লেখ করেন, এ বছর তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের নিমদীর চরে প্রায় ১২৩ একর জমিতে তরমুজ চাষ করেছেন। রমজানের বাজার ধরতে তরমুজ কাটা শুরু হলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রলিতে তুলতে যান। এ সময় স্থানীয় যুবদল নেতা মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এসে তরমুজ পরিবহনে বাধা দেয়।
চাষিদের অভিযোগ, ওই দলটি গাড়িচালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় এবং হুমকি দেয় যে, তাদের অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে তরমুজ পরিবহন করা যাবে না। এতে চাষিদের বিক্রির জন্য কাটা তরমুজ পড়ে থাকে, যা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
তবে যুবদল নেতা মো. রমিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা অভিযোগ, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পরিবহনে বাধা দেওয়ার ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছিল এখন আর সমস্যা নেই। তরমুজভর্তি ট্রলার লুটের ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।