• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

দলীয় দ্বন্দ্বের জেরে বিএনপি নেতার মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:০৮ পিএম
দলীয় দ্বন্দ্বের জেরে বিএনপি নেতার মৃত্যু
নিহত জাকারিয়া বাদল। ছবি : প্রতিনিধি

আধিপত্য বিস্তার ও দলীয় দ্বন্দ্বের জেরে শেরপুরে বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন মারা গেছেন। নিহত ওই ব্যক্তির জাকারিয়া বাদল (৪৬)। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে।”

এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

আহত অন্য দুইজন হলেন, সোহাগ আলম ও রুহুল। এরমধ্যে সোহাগের অবস্থাও গুরুতর।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানা গেছে, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই  বাদলের দ্বন্দ্ব ছিল। সম্প্রতি জেলা বিএনপির গ্রুপিং ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!