সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দোকানির ওপর বিএনপি নেতার হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তারা আহত হয়েছেন। এ ছাড়া স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিএনপি’র এক কর্মীকে আটক করে সাভার মডেল থানায় সোপর্দ করেছেন।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে রোববার বিকেলে সাভার পৌর এলাকার উলাইল মহল্লার হাজী ইসরাফিল মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাজী ইসরাফিল মার্কেটে বিকাশ এজেন্ট ও মোবাইল এক্সেসরিজ দোকান সোহেল রানা (২৫) ও মুদি দোকানদার মাহমুদুল হাসান সাকিব (২৫)।
অপরদিকে আটকরা হলেন সাভার সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা বুলবুল (৩৫)। অপর জনের নাম পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাভার পৌরসভার উলাইল এলাকার হাজী ইসরাফিল মার্কেটে সামনে একদল বিএনপি নেতা মোটরসাইকেল দিয়ে ব্লক করে রাখে। এ সময় মুদি দোকানদার মাহমুদুল হাসান সাকিব তাদের মোটরসাইকেল অন্যস্থানে রাখার জন্য বলে। পরে মোটরসাইকেলে থাকা বিএনপি নেতা বুলবুলসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন মাহমুদুলের ওপর উত্তেজিত হয়ে মারধর শুরু করেন।
এ সময় মাহমুদুলকে মারধরের হাত থেকে রক্ষা করতে আসলেও সোহেলকে মারধর করেন তারা। স্থানীয় এলাকাবাসী ওই বিএনপি নেতাদের ধাওয়া করলে বুলবুলকে ধরতে পারে। কিন্তু বাকিরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বুলবুলকে থানায় নিয়ে যায়। এরপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি-অপারেশন) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।