• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

দুটি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:৪৩ পিএম
দুটি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে একটি পিস্তল, একটি এলজি ও একটি কার্তুজসহ আবুল হোসেন বাহার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, এদিন ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাহারকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, “বিষয়টি মনে হচ্ছে পরিকল্পিত। বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে এনে বলে এগুলো তার অস্ত্র।”  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “যৌথ বাহিনী গোপন সংবাদ ভিত্তিতে বাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।”  

Link copied!