• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বিএনপির নিজেদের মধ্যে মারামারিতে আহত ৬


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১২:০৫ পিএম
বিএনপির নিজেদের মধ্যে মারামারিতে আহত ৬

চট্টগ্রামের খুলশীর সেগুনবাগান এলাকায় বিএনপির নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। 

শনিবার (২৬ অক্টোবর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরেই সংঘর্ষে জড়িয়েছে খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীরা। 

ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতনের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনা কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা ওমর ফারুক জানান,  শাহ আলম ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি ও দখলদারি করে আসছিলেন। প্রতিবাদ করার কারণে তাদের ওপর চড়াও হয়েছেন। এতে তার ছেলে মো. কাউসারসহ দুজন আহত হয়েছেন।    

ওমর ফারুক অভিযোগ করেন, এস কে খোদা তোতনের অনুসারীরাই তাদের ওপর হামলা চালিয়েছেন। স্থানীয় জুয়ার বোর্ড ও রেলওয়ের যন্ত্রপাতি কেনাবেচার নিয়ন্ত্রণ করতে ওমর ফারুক এই ঘটনা ঘটিয়েছেন।  

ঘটনার পরপর বিএনপির পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

Link copied!