সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কাপ্তান নামের এক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) জামগড়া-বাগবাড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কাপ্তানের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি জামগড়া এলাকা ভাড়া বাসায় থেকে চায়ের ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কারখানা থেকে বিএনপি নেতা বকুল ভূইয়া ঝুট বের করেন। ট্রাকভর্তি ঝুট নিয়ে কারখানা থেকে বের হয়ে এলে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর সমর্থকরা বাধা দেন। এতে দুপক্ষে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি ছোড়া হয়। ট্রাকভর্তি ঝুট রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় চা দোকানি কাপ্তান গুলিবিদ্ধ হন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, ঝুট নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ হয়েছে। তবে কারখানার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।