• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৫,


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:৫৮ এএম
বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৫,
সংঘর্ষে আহতরা হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৪টি বাড়ি ভাঙচুর করা হয় শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ষাটবাড়িয়া গ্রামে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শহরের ষাটবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ কর্মী লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপি কর্মী নিলয় ও অলক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর তা চরম আকার ধারণ করে। এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৫ জন।

আহত উজ্জ্বল দাস বলেন, রাতে বাড়ির পাশের চায়ের দোকানে আমি ও বিএনপি নেতা নিলেন দাস বসে ছিলাম। হঠাৎ করে আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
সেসময় তারা চাপাতি দিয়ে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। যাওয়ার সময় ৪টি ককটেল বিষ্ফোরণ করে। পরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে বিএনপি নেতা নিলেন দাসের অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!