নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন আড়বাব ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ হোসেন, নাতি জয়, জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্মী জয় তার ফেসবুকে পোস্ট করেন। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে সাগর নামের এক ছাত্রদল কর্মীকে মারধর করে তারা। এ ঘটনার পরই বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে গিয়ে ভাঙচুর করে। এতে এক সেনাবাহিনীর সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।