• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেঝেতে রক্তাক্ত স্ত্রী, পাশেই ঝুলছিলেন স্বামী


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৪:৩০ পিএম
মেঝেতে রক্তাক্ত স্ত্রী, পাশেই ঝুলছিলেন স্বামী

ময়মনসিংহের ভালুকায় একটি ঘরের মেঝে থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রাম থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী রত্না বেগম (৩০)। রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে গতকালই পালগাঁও গ্রামে শ্বশুরবাড়ি আসেন কামরুল। রাতের খাবার শেষে প্রথম সন্তানকে নানীর সঙ্গে রেখে স্বামী-স্ত্রী অন্য ঘরে ঘুমাতে যান। রাত ১০টার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় কামরুলের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা দুজনের মরদেহ উদ্ধার করে।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Link copied!