• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পুকুর নিয়ে দ্বন্দ্বে ভাইদের হামলায় বড় ভাইয়ের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১১:৪০ এএম
পুকুর নিয়ে দ্বন্দ্বে ভাইদের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

নীলফামারীর ডোমারে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভাইদের হামলায় রফিকুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী নেংড়ীর মোড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মফিজার রহমান (৫৫) ও তার ছেলে জিকরুল ইসলাম (২২)। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতরা ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছয় ছেলের মধ্যে ১২ শতাংশের একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ওই ছয় ছেলের মধ্যে রফিকুল ইসলাম (৬০) ও মফিজার রহমান (৫৫) একপক্ষ এবং অপর চার ভাই বিটুল রহমান, রমজান আলী, আবু বক্কর সিদ্দিক ও ভুট্টু অপর একটি পক্ষ।

রোববার বিকেলে রফিকুল ইসলাম ও মফিজার রহমান নির্দিষ্ট ওই পুকুর পাড়ে গেলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ চার ভাই ও তাদের ছেলেরা।

এ সময় হামলায় ঘটনাস্থলেই নিহত হন বড় ভাই রফিকুল ইসলাম। আহত হন মফিজার রহমান ও তার ছেলে জিকরুল। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

এ বিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনানুগ বিষয়গুলো প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!