• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০৫:৫৩ পিএম
জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি
চাটমোহরে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : সংবাদ প্রকাশ

‘জ্বালানি নির্ভরতা কমাতে সাইকেল চালান’ এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতার দাবিতে পাবনার চাটমোহরে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালুচর খেলার মাঠে এই র‌্যালির উদ্বোধন করা হয়।

চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি বালুচর খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

ওয়াটার কিপার বাংলাদেশের সহায়তায় এবং বেসরকারি সংস্থা হারডো আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, চাটমোহর প্রেস ক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন প্রমুখ।

Link copied!