• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে গেল মোটরসাইকেল, নিহত ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:০৭ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে গেল মোটরসাইকেল, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উখিয়ার থাইংখালী মরাগাছতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন - সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

ঘটনাস্থলে একটি গ্যাস পাম্পের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল টেকনাফগামী একটি বাসের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মাথায় বাসের চাকা পড়ে থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তারা।

ওসি মাহাবুল কবির বলেন, “অতিরিক্ত গতির কারণে মূলত এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মোটরসাইকেল এবং বাস জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!