• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

পাথরের স্তূপে ভটভটির ধাক্কা, ২ শ্রমিক নিহত


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৩:০৬ পিএম
পাথরের স্তূপে ভটভটির ধাক্কা, ২ শ্রমিক নিহত

বাগেরহাটের মোংলায় সড়কের পাশে থাকা পাথরের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে ভটভটি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে মোংলা-রামপাল সড়কের চাপড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোনাইলতলা এলাকার মৃত ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন খোকন (৬০), দাকোপের বানিয়া শান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)।

আহতরা হলেন- সোনাইলতলা আফজাল সরদারের ছেলে আইয়ুব সরদার (২৭), শাহজাহান মল্লিকের ছেলে মিলন মল্লিক (৪০) ও একই এলাকার মৃত সামাদ মল্লিকের ছেলে অহেদ মল্লিক (৪৫)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, খুলনার লাউডোপ থেকে ধান কেটে ভটভটিতে মোংলায় যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে একটি মিলে সেই ধান নামিয়ে দিয়ে রাতে উপজেলার সোনাইলতলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন তারা।

পথে চাপড়া মোড় এলাকায় সড়কের ওপর স্তূপ করে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। এতে চালকসহ ঘটনস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন তিন শ্রমিক।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। পরিবারের আপত্তি না থাকায় দুই শ্রমিকের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Link copied!