• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

ভাসানীর জীবনী পুনরায় পাঠ্য বইয়ে অর্ন্তভুক্তির দাবি


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:১৮ পিএম
ভাসানীর জীবনী পুনরায় পাঠ্য বইয়ে অর্ন্তভুক্তির দাবি

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী পুনরায় পাঠ্য বইয়ে অর্ন্তভুক্তির দাবি জানিয়েছে মওলানা ভাসানী ফাউন্ডেশন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকার ২০২৪ সালে ৫ম ও ৮ম শ্রেণীর পাঠ্য বই থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে ৫ম আর ৮ম ছাড়াও শিশু শ্রেণী থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঠ্যসূচিতে ভাসানীর জীবনী অন্তর্ভুক্তি করতে হবে।”

মানববন্ধনে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, টাঙ্গাইল আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা আবুল কালাম মোস্তফা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!