• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১২:৩৩ পিএম
সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
বিজিবি। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অস্থিরতার মধ্যে অনুপ্রবেশ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে কড়া নজরদারিসহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় সংস্থাটি।

অপরদিকে সীমান্তের ওপারে টহল জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তিন দিক দিয়ে ভাতের সঙ্গে ২৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারি ৫৬ বিজিবি ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে থাকেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে টহল জোরদার রয়েছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই সীমান্তে টহল জোরদার করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে নজরদারি করছি।

Link copied!